আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
সাইফদ্দিনের ৭৪ নম্বর জার্সির রহস্য
নিজস্ব প্রতিবেদক।
বৃহস্পতিবার রাতে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভে এসে তার জার্সিতে ৭৪ নম্বর লেখার গল্পটা শেয়ার করেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের খুব ভক্ত আমি। যে কারণে অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় সাকিব ভাইয়ের ৭৫ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলতাম। ২০১৭ সালে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল। তখন আমি কত নম্বর জার্সি গায়ে দেব তা নিয়ে কথা হচ্ছিল। এ সময় সাকিব ভাই এসে বলেন, তুমি তো ৭৫ নম্বর জার্সি গায়ে দিয়ে খেল। নিবা নাকি? নাহ থাক, আমি আরও ৫-৬ বছর খেলে নিই, তার পর নিও। তখন আমি হেসে দিই। তার সম্মানেই বলি– না ভাই, এখনই ৭৫ নম্বর জার্সির ওজন ও ভার আমি বহন করতে পারব না। আমি বরং আপনার পাশে থাকি। তাই ৭৪ নম্বর জার্সি বেছে নিয়েছি।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলে ওই ৭৫ নম্বর জার্সি পেতে আগ্রহী হবেন বলে জানান সাইফউদ্দিন।
ডিএন/জেএএ