আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রশিদের রেকর্ড ভেঙে সাকিবের পাশে হোল্ডার
দেশনিউজ ডেস্ক।
সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।
বৃহস্পতিবার হোল্ডারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২০৪ রানেই গুঁড়িয়ে যায় ইংলিশদের ইনিংস। এদিন জেসন হোল্ডার একাই নিয়েছেন ৪২ রানে ৬ উইকেট, যা তার আগের ৫৯ রানে ৬ উইকেটের রের্কডকে ছাপিয়ে গেছে।
২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে জ্যামাইকায় ওই রেকর্ডটি গড়েছিলেন জেসন।
বৃহস্পতিবারের কীর্তিতে অবশ্য অধিনায়ক হিসাবে সাকিবের পাশে স্থান পেয়েছেন এই ক্যারিবীয় অধিনায়ক। শুধু সাকিবই নয়, রঙ্গনা হেরাথ, শন পোলক ও আফগান লেগস্পিনার রশিদ খানের রেকর্ডেও ভাগ বসিয়েছেন জেসন।
অবশ্য রশিদ খানকে পেছনে ফেলেছেন হোল্ডার। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাকিব নিয়েছিলেন ৩৩ রানে ৬ উইকেট, যা টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক ইনিংসে সেরা বোলিং ফিগারে তৃতীয় সেরা।
২০১৯ সালে সেপ্টেম্বরে চট্টগ্রাম টেস্টে আফগান অধিনায়ক রশিদ খান নেন ৪৯ রানে ৬ উইকেট। এটি অধিনায়কের সেরা বোলিং ফিগারে শীর্ষ পাঁচে।
এবার সাউদাম্পটনে হোল্ডারের ৪২ রানে ৬ উইকেটের রেকর্ডটি তাই রশিদকে ডিঙিয়ে সাকিবের পেছনে গিয়ে দাঁড়াল।
সাকিবের সামনে রয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পোলক ও লংকান স্পিনার রঙ্গনা হেরাথ।
২০০১ সালে কেপটাউনে শ্রীলংকার বিপক্ষে ৩০ রানে ৬ উইকেট নিয়েছিলেন ওই টেস্ট ম্যাচের প্রোটিয়া অধিনায়ক পোলক।
আর ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে গত ২০ বছরে অধিনায়কদের মধ্যে সেরা বোলিং করেছিলেন ওই ম্যাচের অধিনায়ক হেরাথ।
৬৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন এই লংকান বাঁহাতি স্পিনার।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো
ডিএন/সিএন/জেএএ/৪:১৫পিএম/১০৭২০২০৯