শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

শিরোপার পথে রিয়াল মাদ্রিদ

দেশনিউজ ডেস্ক।

শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। ৩৫তম রাউন্ডের ম্যাচে আলাভেসকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার চেয়ে আবারও চার পয়েন্টের লিড নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের হোম ভেন্যু ডি স্টেফানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই স্বাগতিকদের রক্ষণে কাঁপন ধরিয়ে দেয় আলাভাসে। কিন্তু গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন জিদানের দলের রাফায়েল ভারান। ১০ মিনিটে রিয়ালের লেফট ব্যাক ফ্রিল্যান্ড মেন্ডিকে নিজেদের ডি বক্সে ফাউল করেন আলাভেস ডিফেন্ডার নাভারো।

অধিনায়াক সার্জিও রামোসের অনুপস্থিতিতে পেনাল্টি কিক নেন বেনজিমা। স্পটকিক থেকে লিগে নিজের ১৮তম গোল করেন এই ফরাসি।

৫০ মিনিটে বেনজিমার পাস থেকে রিয়ালের লিড দ্বিগুণ করেন মার্কো আসেনসিয়ো। এই জয়ে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের।

ডিএন/এফএন/জেএএ/১০:৩৫এএম/১১৭২০২০৫