শিরোনাম :

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ড্রাগস নিয়ে দুই বছর নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক।

ড্রাগস নিয়ে মাঠে নেমে সবধরণের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হয়েছেন প্রথম শ্রেণির বাংলাদেশি ক্রিকেটার কাজী অনিক। তিনি ২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপও খেলেছিলেন।

সম্ভাবনাময়ী এই পেসারকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার রাতে এক বিবৃতিতে বিসিবি এই তথ্য জানিয়েছে।  

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেথাম্ফটেমিন নামে এক ধরনের ওষুধ সেবনের মাধ্যমে বিসিবির এন্টি ডোপিং কোডের ২.১ নম্বর ধারা ভঙ্গ করে নিষিদ্ধ হয়েছেন কাজী অনিক। দোষ স্বীকার করায় তার শাস্তি শুরু হয়েছে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। শস্তি শেষ হবে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি।

২০১৮ সালের ৬ নভেম্বর কক্সবাজারে ডোপ টেস্ট করা হয় ঢাকা মেট্রোর হয়ে জাতীয় লিগে খেলতে থাকা কাজী অনিকের। তার সেই ফলাফল পজিটিভ আসে। অনিক নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে সবার নজরে চলে এসেছিলেন।

কাজী অনিক প্রথম শ্রেণির ক্রিকেটে চার ম্যাচে নিয়েছে ১৫ উইকেট। এ ছাড়া লিস্ট এ’র ২৬ ম্যাচে ৪১ ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে ১১ উইকেট নেন।

ডিএন/সিএন/জেএএ/১১:৩৬পিএম/২৬৭২০২০২৫