শিরোনাম :

  • সোমবার, ১২ মে, ২০২৫

করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২০২৪

নিজস্ব প্রতিবেদক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২৪ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৩১৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএন/সিএন/জেএএ/৪:৪০পিএম/১৬৮২০২০২১