শিরোনাম :

  • শনিবার, ১০ মে, ২০২৫

চট্টগ্রামে ‘গণস্বাস্থ্য গরীবের হাসপাতাল’ প্রতিষ্ঠিার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের হাটহাজারীতে “গণস্বাস্থ্য গরীবের হাসপাতাল” প্রতিষ্ঠিার কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় চট্টগ্রামে “গণস্বাস্থ্যে গরীবের হাসপাতাল” এর জন্য জমি ও বিল্ডিং দাতা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফের সাথে সৌজন্য সাক্ষাত করেন গণস্বাস্থ কর্তৃপক্ষ।

গত জুলাই মাসে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে উক্ত হাসপাতাল দলীলমূলে দান/ অছিয়ত প্রধান করেন। গণস্বাস্থ্য গরীবের হাসপাতাল দানে এবং গ্রহণে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু।

 আজ সকালে দাতা আলহাজ্ব সৈয়দ আবদুল লতিফের চট্টগ্রাম শহরের লালখানবাজার বাসভবনে সৌজন্য স্বাক্ষাৎ করেন গণস্বাস্থ্যের ট্রাষ্টি ও ব্যবস্থাপনা পরিচালক গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লি: এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, হাসপাতালের দলিল সম্পাদনে আইনজীবী সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জর্জ কোটের সিনিয়র এডভোকেট আবুল কাশেম, গণস্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ফাইনান্স ডাইরেক্টর মীর নকীব, ফার্মাসিউটিক্যালসের এ জি এম ( বিপনন), মো নাজমুল হক সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানাজার চট্টগ্রাম, গণস্বাস্থের প্রকৌশলী লিটন কুমার দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতাল দাতার স্ত্রী কামরুন্নাহার, কন্যা ডাঃ সুলতানা রৌশন নূরী, পূত্র জাকির উল্লাহ্, স্থানীয় সমাজকর্মী এস এম রেজাউল করীম প্রমূখ।

গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছাকাছি হাটহাজারীতে কাপ্তাই সড়কের পাশে মনোরম পরিবেশে বুড়িশ্চর ইউনিয়নের নজু মিয়ার হাট এলাকায় গণস্বাস্থ্যের ট্রাষ্টি সন্ধ্যা রায়সহ ঢাকা থেকে যাওয়া গণস্বাস্থ্যের উক্ত কর্মকর্তারা  হাসপাতাল পরিদর্শন করেন।

২০১৪ সালে এলাকার হত দরিদ্র ও অসহায় মানুষের সুলভে চিকিৎসা সেবার জন্য ১৩ শতক জমির ওপর ৯৫৭৬ স্কোয়ার ফিটের তিন তলা ” গরীবের হাসপাতাল প্রতিষ্ঠা করেন। উক্ত হাসপাতালে জেনারেল চিকিৎসা দেওয়া হতো। গণস্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষ আগামীতে ১৭ টি কিডনি ডাইলোসিস বেড ( তিন শিপ্টে) ৫১ জনকে স্বল্প মূল্যে ডাইলোসিসের ব্যবস্থা করা হবে। জেনারেল চিকিৎসার জন্য ৯ টি বেড এবং ২ বেডের আইসিইউসহ ইমারজেন্সি ও উন্নতমানের অপারেশন থিয়েটারের ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালে লিফট সংযুক্ত করা হবে। ইতিমধ্যেই হাসপাতালের উন্নয়ন কাজ শুরু করেছে।

আগামী ৩/৪ মাসের মধ্যেই গনস্বাস্থের ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীসহ দেশের খ্যাতনামা চিকিৎসকগণের উপস্থিতিতে “গণস্বাস্থ্য গরীবের হাসপাতাল উদ্বোধন করা হবে বলে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন।

ডিএন/এইচএন/জেএএ/৫:১৮পিএম/১৮৮২০২০২২