সউদিতে ডোনাল্ড ট্রাম্পের পণ্য বর্জনের হিড়িক

nbc-fires-donald-trump-after-he-calls-mexicans-rapists-and-drug-runnersদেশনিউজ.নেট: মুসলিমবিরোধী বক্তব্যের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বর্জন করেছে সউদি ব্যবসায়ীরা। দেশের প্রধান প্রধান ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই মার্কিন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর পণ্য সামগ্রীগুলো সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের আশ্রয় দেয়া বন্ধ করার দাবি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যা মুসলিম দেশসহ গোটা বিশ্বে ক্ষেভের সঞ্চার করে। সউদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল তার টুইটার একাউন্টে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার কলংক বলে উল্লেখ করে তাকে রিপাবলিকান প্রার্থী হওয়ার চেষ্টা বাদ দেয়ারও পরামর্শ দিয়েছিলেন। তার এই মুসলিম বিরোধী মন্তব্যে অসন্তুষ্ট হয় সউদি জনগণ। তারা দেশের প্রধান প্রধান দোকানগুলোতে বিত্তশালী ট্রাম্পের পণ্য বিক্রি নিয়ে ক্ষোভ জানাতে শুরু করে। এরই প্রেক্ষিতে গত কয়েকদিনে দেশটির প্রথম সারির বিক্রয় প্রতিষ্ঠান সেন্টারপয়েন্ট, হোম সেন্টার, সিটি ম্যাক্স ও বুকস্টোর থেকে ট্রাম্পের সমস্ত পণ্য নামিয়ে দেয়া হয়েছে। বাদ যায়নি ট্রম্পের লেখা থিংক লাইক এ চ্যাম্পিয়ন বইটিও। এটি সরিয়ে নেয়া হয়েছে বইয়ের দোকান বুকস্টোর থেকে। ২০০৯ সালে প্রকাশিত বইটি আরবি ভাষায় অনূদিত করা হয়েছিল যা এতদিন শোভা পেত সউদির অভিজাত বইয়ের দোকানগুলোতে। কিন্তু সম্প্রতি হাওয়া বদলে গেছে। এছাড়া সউদিতে ট্রাম্পের মার্সিডিস গাড়ি বিক্রিও বন্ধ করে দিয়েছে দুবাই ভিত্তিক গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ল্যান্ডমার্ক।

Print Friendly, PDF & Email