ভারতের টিভি চ্যানেলগুলোকে জরিমানার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

ভারতীয় টিভি চ্যানেল

আন্তর্জাতিক ডেস্ক ।।

খুন, সেলিব্রিটির আত্মহত্যা কিংবা শ্যুটআউটের ঘটনা ঘটলে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলি আত্মহারা হয়ে যায়। সম্ভাব্য-অসম্ভব্য সব কিছু দেখাতে আরম্ভ করে। কখনও কখনও তারা নিজেরাই ট্রায়ালের আসর বসায়। নিজেরাই বিচারকের ভূমিকা নেয়। এটা একেবারেই ঠিক নয়। টেলিভিশন চ্যানেলগুলিকে আরও দায়িত্ববান হতে বললো সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। তিন সদস্য হলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর, জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র। সুপ্রিম কোর্ট স্থির করেছে যদি কোনও টেলিভিশন চ্যানেল অনভিপ্রেত কিছু দেখায় তাহলে তাদের এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এক লক্ষ টাকা জরিমানা খুব কম হয়ে যাবে। ওই ধরনের খবরের বিজ্ঞাপন বাবদ আয়ের একটি অংশ কেটে নিতে পারলে ভালো হত।

তুষার মেহতার এই বক্তব্যের জবাবে প্রধান বিচারপতি বলেন, ২০০৮ সালে টেলিভিশন এ সেলফ রেগুলেটরি বোর্ড বসানোর সময় এই এক লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছিল। একবারও এটির প্রয়োগ হয়নি। এখন এটা বদলানো সম্ভব নয়,  তবে, এবার থেকে কড়াকড়িভাবে এই জরিমানা ধার্য করা হবে। বিচারপতি বলেন সংবিধান এর উনিশ / এক / এ ধারা অনুযায়ী বলার স্বাধীনতা সবার আছে। তা ক্ষুণ্ন করা হচ্ছে না। কিন্তু, অন্যকে পীড়া দেয় এমন কাজ টিভি চ্যানেল করতে পারে না।

Print Friendly, PDF & Email