আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
গরুকে বাড়ি থেকে তাড়ালেই দন্ড !
নিজস্ব প্রতিবেদকঃ গরু নিয়ে এবার নতুন নিয়ম চালু হচ্ছে ভারতের হরিয়ানায়। গরুকে কোনও কারণে বাড়ি থেকে বের করে দিলেই বাড়ির মালিককে শাস্তি দেওয়া হবে। এমনটাই ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন, ‘গৌবংশ সংরক্ষণ ও গৌসম্বর্ধন’ নামে ওই আইন প্রনয়ণ করা হচ্ছে রাজ্যে।’
শিগগিরই এই আইন তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর আরও বলেছেন, ‘কেন্দ্রীয় গোশালায় যে গরুগুলো আছে, সেগুলোর গায়ে বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে। একইভাবে রাজ্যের নাগরিকদের বাড়িতে যে গরুগুলো আছে সেগুলোর গায়েও বিশেষ চিহ্ন দেওয়া হবে। গরুগুলোকে যাতে কোনও অবস্থাতেই বাড়ি থেকে বের করে দেওয়া না হয়, সেটা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেছেন, গরুকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে, ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হবে মালিকের কাছ থেকে। সরকারের একার পক্ষে গরু সংরক্ষণ করা কঠিন। তাই সাধারণ মানুষের বাড়িতে গরু রাখতে হবে। গরু পরিত্যাগ করা উচিত নয়।
গরু-সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ২০১৫ সালের মার্চে হরিয়ানা সরকার গরু হত্যা নিষিদ্ধ করা হয়। কেউ গরু হত্যা করলে তিন থেকে ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের আইন করা হয়। এবার গরু পরিত্যাগ রোখার জন্যও আইন করা হচ্ছে।