অরল্যান্ডো হামলার পর ট্রাম্পের জনসমর্থন বেড়েছে

2016_06_18_21_47_20_voZWjksDFsZd0jbqD80PL7h44Bm51N_originalঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরের অরল্যান্ডোতে সমকামী নাইট ক্লাবে হামলার ঘটনার রাজনৈতিক প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। ওই ঘটনার পর মার্কিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে এক জরিপে উঠে এসেছে।

রয়টার্সের করা ওই জরিপে দেখা গেছে, গত রোববারের হামলার পর তিন দশমিক ছয় পয়েন্ট ব্যবধান কমেছে ট্রাম্প ও হিলারির জনপ্রিয়তার মধ্যে। হামলার দিনও ১৪ দশমিক তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন হিলারি।

জরিপের ফল থেকে দেখা যাচ্ছে, ৪৫ দশমিক পাঁচ শতাংশ মানুষ হিলারিকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পের পক্ষে রয়েছেন ৩৪ দশমিক আট শতাংশ ও কোনো পক্ষই সমর্থন করেনি এমন ভোটার ১৯ দশমিক সাত শতাংশ।

আর গত রোববার যেদিন অরল্যান্ডোতে হামলার ঘটনা ঘটে সেদিন হিলারি ও ট্রাম্পের পক্ষে যথাক্রমে ৪৬ দশমিক ছয় শতাংশ ও ৩২ দশমিক তিন শতাংশ ভোটার মত দিয়েছিলেন। সেই সঙ্গে ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের ব্যাপারেও মার্কিনিদের মধ্যে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

Print Friendly, PDF & Email