• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

র‌্যাবের অভিযানে ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা, ওষুধ জব্ধ

labaidনিজস্ব প্রতিবেদকঃ অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে এক অভিযানে এই জরিমানা করা হয়। জব্ধ করা হয়েছে বিভিন্ন অবৈধ ওষুধ।

র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ বলেন, ল্যাবএইড কর্তৃপক্ষ ওষুধ প্রশাসনের (ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) কোনো অনুমতি ছাড়াই বিভিন্ন ধরনের বিদেশি ওষুধ আমদানি ও বিক্রি করতো। এ ওষুধগুলো মানবদেহের জন্য ক্ষতিকারক। তাই অবৈধভাবে এসব ওষুধ রাখায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাবের এই অভিযানে ল্যাবএইড থেকে ২৬ ধরনের প্রায় পাঁচ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে বলে জানান ফিরোজ আহমেদ।
এর আগে রোববার সন্ধ্যা থেকে ল্যাবএইড হাসপাতালে অভিযান চালায় র‍্যাব।

Print Friendly, PDF & Email