সংঘর্ষের পর কল্যাণপুর বস্তি উচ্ছেদ ৩ মাস স্থগিত

High courtনিজস্ব প্রতিবেদক: ঢাকার কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক আবেদনে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

একইসঙ্গে ‘যথাযথ আইন প্রক্রিয়া ছাড়া’ ওই বস্তির বাসিন্দাদের উচ্ছেদ ও হয়রানি না করতেও নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কল্যাণপুরের পোড়া বস্তি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ করতে গেলে বস্তিবাসী বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন এ জমিটি দখল করে অবৈধভাবে বসবাস করে আসছে বস্তিবাসীরা। তবে সম্প্রতি বস্তিটি উচ্ছেদের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এজন্য বস্তিবাসীকে দুদিন সময় বেঁধে মালামাল সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়। বুধবার ছিল এর শেষ দিন। তবে নোটিশ দেয়ার পর থেকে বস্তিবাসীর মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করে। বুধবার সড়ক অবরোধ করে মানববন্ধনও করেন তারা।

Print Friendly, PDF & Email