আন্দোলন হলেও পে-স্কেল পরিবর্তনের সুযোগ নেই: অর্থমন্ত্রী

Muhit-1নিজস্ব প্রতিবেদক: বেতন ও মর্যাদার প্রশ্নে আন্দোলন ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে বুধবারই ক্লাসে ফিরেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আর এদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আন্দোলন হলেও যে পে-স্কেল দেওয়া হয়েছে, তা পরিবর্তনের কোনো সুযোগ নেই।’
তবে, আলোচনার ভিত্তিতে কোনো প্রস্তাবনা এলে তা এই বেতন কাঠামোতে সংযুক্ত করা যেতে পারে বলেও জানান তিনি।
বুধবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অষ্টম বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পে-স্কেলে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’

মুহিত বলেন, ‘অধিকাংশ সময় এসব আন্দোলনের কোনো ভিত্তি থাকে না। তারা বেতন কাঠামো না বোঝার কারণেই এসব আন্দোলন হচ্ছে।’

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলব না। শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন।’

বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে আমাদের কিছু দোষ ছিল। এটা ইতোমধ্যে সংশোধন হয়ে গেছে। সেজন্য তারা আন্দোলন থেকে সরে গেছে।’

চীনের নেতৃত্বে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য হওয়ার জন্য সম্প্রতি অর্থমন্ত্রী বেইজিং গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি এই প্রেস ব্রিফিং করলেন।

ব্রিফিংয়ে মুহিত জানান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য হতে গেলে আমাদের সংসদের সম্মতি লাগবে।

এছাড়া বাংলাদেশে চীনের বিভিন্ন কোম্পানির বিনিয়োগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘তারা এখন আমাদের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য খুব বেশি আগ্রহী। তবে তাদের প্রকল্প দেয়ার আগে মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে।’

Print Friendly, PDF & Email