রাজধানী থেকে যুবক অপহৃত

0নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী থেকে মো. জুয়েল হোসেন (২৮) নামের এক যুবক অপহৃত হয়েছেন। এ বিষয় সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-১৫। গত ২৮ শে ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এস আলম (চট্ট মেট্র-১১ এর সিরিয়াল নং-২০৯) বাস থেকে সাদা পোশাকদারী দুজন লোক এসে তাকে তুলে নিয়ে যায় বলে বাসটির চালক সেলিম হোসেন জানিয়েছেন। জুয়েলের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নাগের পাড়া ইউনিয়নের দক্ষিণ ছঁয়গাও তে। তিনি বায়তুল মোকারম মার্কেটে ইলেক্ট্রনিক্স মালামালের ব্যবসা করেতন। বাসাবোর পূর্ব মাদারটেকের সিঙ্গাপুর রোডের ১৪ নং বাড়িতে সাত থেকে আট বছর যাবত দূর সম্পর্কের এক বোন রুমা বেগমের সাথে সাবলেটে থাকতেন জুয়েল। তার বড় ভাই কবির হোসেন জানান, ছোট ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি রুমা বেগম আমাকে বৃহস্পতিবার বিকালে জানায়। এরপর আমি সবুজ বাগ থানায় জিডি করি। পাশাপাশি আমরা র‌্যাব-৩ এ তার সন্ধান চেয়ে আবেদপত্র জমা দিয়েছি। তিনি আরও জানান, কিছু দিন আগে জুয়েল তার এক বন্ধু রাজু (২৫) এর সাথে চট্টগ্রামে ব্যবসা শুরু করে। ব্যবসার জন্য সে তার বাবার কাছ থেকে দুই লাখ পঞ্চাশ হাজর টাকা আনে। আমার ধারণা রুমার সাথে ভাল সম্পর্ক থাকায় তার স্বামী অথবা ব্যবসায়ী স্বার্থে রাজু তাকে গুম করে লুকিয়ে রাখতে পারে। সবুজবাগ থানার এস আই নয়ন চন্দ্র দেব নাথ জানান, শুক্রবার সকলে এ বিষয় জিডি করার পর থেকেই আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। শনিবার পর্যন্ত যতটুকু জানতে পেরেছি জুয়েল ও রাজু সোমবার রাতে এস আলম বাসে এক সাথেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। এরপর ফকিরাপুলে বাস থেকে প্রথমে এক জনকে নামিয়ে নেয়া হয় পরে আরও এক জন নেমে যায়। তবে তারা দুইজন জুয়েল ও রাজু কিনা তা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

Print Friendly, PDF & Email