দুবাইয়ে যৌন ব্যবসা, দুই বাংলাদেশির ৭ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক: একজন টিনেজার মেয়েকে দুবাই নিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে বাংলাদেশী একজন পুরুষ ও একজন নারীকে সাত বছরের জেল দেয়া হয়েছে। বৃহস্পতিবার আদালত তাদের বিরুদ্ধে এ রায় দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়, গত ডিসেম্বরে আল মুতাইনা এলাকায় একটি ফ্লাটে বাংলাদেশী ১৫ বছর বয়সী একটি বালিকাকে জোর করে আটকে রাখার বিষয়ে খবর পায় দুবাই পুলিশ। তারা কৌশলে জানতে পারে ওই বালিকাটিকে প্রহার করা হয়েছে এবং বাধ্য করা হয়েছে পতিতাবৃত্তিতে। ছদ্মবেশী পুলিশ ওই ফ্লাটের বাইরে থেকে গ্রেপ্তার করে বাংলাদেশী ৩০ বছর বয়সী এক যুবককে। পরে হর আল আনজ এলাকায় একটি ফ্লাট থেকে গ্রেপ্তার করে বাংলাদেশী ৩৩ বছর বয়সী এক যুবতীকে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়।

এ অভিযোগের বিচারে তাদেরকে ৭ বছরের জেল দেয়া হয়েছে। শাস্তির মেয়াদ শেষে তাদেরকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ওদিকে আটক যুবককে বাড়তি এক বছরের জেল দেয়া হয়েছে। কারণ, সে ওই বালিকাকে ধর্ষণ করেছে।

Print Friendly, PDF & Email