সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি, বিএনপিকে অপেক্ষা করতে বললো ডিএমপি

BNP-DMPনিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি চেয়ে বিএনপি যে আবেদন করেছে; সে বিষয়ে দলটিকে অপেক্ষা করতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির একটি প্রতিনিধি দল সাংবাদিকদের এ কথা জানায়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।

এর আগে বিকেল সাড়ে ৪টার পর চার সদস্যের ওই প্রতিনিধি দল ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে পৌঁছায়।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি ধর্ম বিষয়ক বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।

নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন। একইসঙ্গে ওই দিন সারাদেশের জেলা শহরেও জনসভা কর্মসূচির ঘোষণা দেন তিনি।

Print Friendly, PDF & Email