রাজধানীতে ওষুধের দোকানে হঠাৎ ঢলে পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক |

ঢাকার ভাটারা থানার ১০০ফিট রোড এলাকার একটি ফার্মেসির সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর ওই দোকানেই মারা গিয়েছেন এক ব্যক্তি।

এরপর ওই ঘটনার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসব ছবিতে দেখা যায়, ওষুধের দোকানটির মধ্যে মেঝেতে পড়ে আছেন এক ব্যক্তি।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম আব্দুর রশীদ। তিনি একজন নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।

ওই ফার্মেসিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত হুমায়ুন কবীর বিবিসি বাংলাকে জানান, ওষুধ কিনতে আসা ওই ব্যক্তি মৃত্যুর আগে তার সঙ্গেই শেষ কথা বলেন।

তিনি জানান, একটি প্রেসক্রিপশন দিয়ে ওষুধের দাম জানতে চাইছিলেন ওই ব্যক্তি। প্রেসক্রিপশনের সব ওষুধ হৃদরোগ বিষয়ক ছিল।

এর পরপরই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি।

মি. আরও কবীর জানান, হাসপাতালে নেয়ার আগেই ওই ব্যক্তি মারা যান।

“হাসপাতালে নেয়ার সময় পাই নাই,” তিনি বলেন।

ওষুধের দোকানের এই কর্মী জানান, সকালে সাইকেল চালিয়ে মোহাম্মদপুর গিয়ে ডাক্তার দেখিয়েছেন ওই ব্যক্তি। সেখান থেকে ফিরেই তার ফার্মেসিতে ওষুধ কিনতে আসেন এবং সেগুলোর দাম জানতে চান।

মি. কবীর বলেন, এ ঘটনার পর তারা সাহায্যের জন্য ৯৯৯-এ ফোন করেন বেশ কয়েক বার, কিন্তু তাৎক্ষনিক কোন সাড়া পাননি। তবে পরে খবর পেয়ে ভাটারা থানার দায়িত্বরত কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।

ভাটারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুক্তারুজ্জামান বিবিসি বাংলাকে জানান, বেলা সাড়ে বারটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ আব্দুর রশীদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে।

তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত করে এখনো কিছু বলেনি। তবে ওই ব্যক্তি হৃদরোগে ভুগছিলেন বলে জানানো হয়েছে।

মি. মুক্তারুজ্জামান বলেন, মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা সবাই চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

সূত্রঃ বিবিসি

Print Friendly, PDF & Email