করোনায় আরো এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।

এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) সিনিয়র এক্সিকিউটিভ মো. বাশার। সোমবার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে মারা গেছেন তিনি। বাশার ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখায় কর্মরত ছিলেন।

ন্যাশনাল ব্যাংকের ডিএমডি এ এস এম বুলবুল ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৮ জন ব্যাংকার মৃত্যুবরণ করলেন করোনার আক্রমণে।

ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তার মৃত্যুর বিষয়ে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল জানান, আমাদের ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. বাসার সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার থেকে দিলকুশা শাখাটি আংশিকভাবে লকডাউন ঘোষণা করা হবে। পরিস্থিতি বিবেচনায় শাখাটি পুরোপুরি লকডাউন করাও হতে পারে।

এছাড়া দিলকুশা শাখার কিছু অফিশিয়াল কাজ প্রধান কার্যালয়ে স্থানান্তর করা হবে বলেও তিনি জানিয়েছেন। তবে গ্রাহকরা আশেপাশের যে কোন শাখায় ন্যাশনাল ব্যাংকের সেবা নিতে পারবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

Print Friendly, PDF & Email