ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩ জন। বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার রাতে (৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ‍সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

করোনায় মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার ওহিদা ইসলাশা (৬৬), চুয়াডাঙ্গার শ্রী আরা কুমার (৪৬) ও রাজধানীর মিরপুর দারুস সালামের মোস্তাফা কামাল (৪৮)।

এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একদিনে আরও ২৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৯৭ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২৮৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।

শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডিএন/সিএন/বিএইচ/১০ঃ৪০এএম/০৫০৭২০২০-৩

Print Friendly, PDF & Email