শিরোনাম :

  • শনিবার, ১২ জুলাই, ২০২৫

শ্বশুরবাড়ি যাওয়া হলোনা উসমান আলীর

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে পাহাড়ি ঢলে ভেসে গেছেন উসমান আলী (২৭) নামে এক যুবক।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মাটিকাপা রাস্তার ভাঙা জায়গা সাঁতরে পার হতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি।
উসমান আলী উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উসমান তার নিজ এলাকা ভেড়িবিল থেকে শ্বশুরবাড়ি গোরাগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে মাটিকাপা এলাকার রাস্তার কিছুটা অংশ ভাঙা ও পানি থাকায় তিনি সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। তবে পাহাড়ি ঢলের কারণে সেখানে প্রবল স্রোত থাকায় মুহূর্তেই তিনি তলিয়ে যান। এরপর থেকে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু এখনও তার কোনো সন্ধান পাইনি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেওয়া হয়েছে।