ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনায় জাপার সাবেক এমপি ড. শাহজাহানের মৃত্যু
বগুড়া প্রতিনিধি।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ড. শাহজাহান আলী তালুকদার (৬৫)।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের বাসিন্দা ছিলেন।
শাহজাহান আলীর ছোট ভাই প্রভাষক রফিক মাহমুদ জানান, গত ২১ জুন বগুড়া কলোনী এলাকায় নিজ বাসাতে তার ভাই করোনায় আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ২৪ জুন তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
শাহজাহান আলী ১৯৮৮-৯০ সালে জাতীয় পার্টি থেকে বগুড়া-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, চার বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডিএন/পিএন/জেএএ