ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
শিশুকে যৌন নিপীড়ন; সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
কুমিল্লা প্রতিনিধি।
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগ নেতার হাতে জুতাপেটা খাওয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন জয় (৪০) কে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে যৌন নিপীড়নকারীকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কারো ব্যক্তিগত দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ বহন করবে না।
জানা যায়, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন জয় একজন পল্লী চিকিৎসক। তার বাড়ী লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়ায়। চেঙ্গাহাটা চৌমুহনীতে তার ব্যক্তিগত চেম্বার রয়েছে। সোমবার দুপুরে জয় স্থানীয় মাতৃছায়া মডেল একাডেমীর ৪র্থ শ্রেণির একজন ছাত্রীকে নিজের চেম্বারে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ উঠে। ওই ছাত্রীর পিতার অভিযোগের প্রেক্ষিতে দুপুর ২.৩০টায় চেঙ্গাহাটা চৌমুহনীস্থ হুমায়ুনের ওয়ার্কসপে বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড মেম্বার রতন মজুমদারের সভাপতিত্বে এক সালিষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রকেট জয়কে জুতাপেটা করেন। ওই সময় জয় উপস্থিত সকলের পায়ে ধরে ক্ষমা চান। সোমবার রাতে শালিসের ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
ফেসবুকে কেউ কেউ প্রশ্ন করেছেন অপরাধ করলে পুলিশে সোপর্দ করতে পারতেন। কিন্তু আওয়ামী লীগ নেতা কর্তৃক ছাত্রলীগ নেতাকে জুতাপেটার ভিডিও প্রকাশ হওয়ায় দলের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য অনেকে জুপাপেটা বিচারকেরও বিচার দাবি করেন।
ডিএন/সিএন/জেএএ/৯:৪৫পিএম/২৫৮২০২০৩০