ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
আশুলিয়ায় নির্মাণাধীন বাড়িতে সৌদি প্রবাসীর গলাকাটা লাশ
সাভার প্রতিনিধি।
আশুলিয়ায় সেন্টু সরকার (৩৫) নামের এক সৌদি প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সেন্টু আশুলিয়ার মধুপুরে একটি নির্মাণাধীন বাড়ির কাজ দেখাশুনা করতেন। রাতে ওই বাড়ির একটি কক্ষে রাতযাপন করাকালে তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকালে আশুলিয়ার কন্ডা মধুপুরের খন্দকারপাড়া এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে তার গলা কাটা অর্ধগলিত লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত সেন্টু সরকার ধামরাইয়ের তেরধারা গ্রামের নারায়ন সরকারের ছেলে। তিনি ৮ মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।
পুলিশ জানায়, ২০ আগস্ট ধামরাই থেকে তার নতুন একটি বাড়ির কাজ দেখাশোনার জন্য আশুলিয়ার কন্ডা মধুপুর এলাকায় আসেন। ২৩ আগস্ট তার মায়ের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে তার ভাই মধুপুরের খন্দকারপাড়া এলাকার নতুন বাড়িতে আসেন। ঘরটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি।
এ সময় দরজার সামনে দাঁড়ালে ঘরের মধ্য থেকে দুর্গন্ধ পান তিনি। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পা একটি কালো কাপড় দিয়ে বাধা ছিল। ধারণা করা হচ্ছে জানালার সঙ্গে গামছা দিয়ে হাত বেঁধে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে- ২৩ আগস্ট রাতের যে কোনো সময় হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের পাশ থেকে হত্যায় ব্যবহৃত একটি ভাঙ্গা ছুরি, বটি ও চাকু উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।