শাহেদের বিরুদ্ধে একদিনে ৯২ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।

প্রতারণা, অনিয়ম ও জালিয়াতির দায়ে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদের তথ্য সংগ্রহের জন্য চালু করা র‌্যাবের হটলাইন নাম্বার এবং ই-মেইলে ৯২টি প্রতারণার অভিযোগ এসেছে।

বিভিন্নভাবে শাহেদের দ্বারা প্রতারিত হওয়া ব্যক্তিরা র‌্যাবের কাছে এসব অভিযোগ জানিয়েছেন।

আর ভুক্তভোগীদের আইনি পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। শনিবার রাতে তিনি এ তথ্য জানান।

আশিক বিল্লাহ বলেন, ভুক্তভোগীদের সেবা দেয়ার জন্য আমরা হটলাইন চালু করেছি। গত একদিনে ভয়াবহ রেসপন্স পেয়েছি। আমরা হটলাইনে ৭২টি মৌখিক অভিযোগ পেয়েছি। এছাড়া ই-মেইলের মাধ্যমে অভিযোগ এসেছে ২০টি। সবগুলো অভিযোগ প্রতারণার।

অভিযোগগুলোর ধরণ সম্পর্কে র‌্যাবের এই কর্মকর্তা জানান, কারও সঙ্গে আর্থিক প্রতারণা করেছে, আবার কারও সঙ্গে পাথর বা জমি নিয়ে প্রতারণা করেছে শাহেদ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তার দ্বারা প্রতারিত হয়েছে।

গত ১৭ জুলাই শাহেদের ব্যাপারে তথ্য ও অভিযোগ জানাতে বা আইনি সহায়তা পেতে একটি মোবাইল নাম্বার (01777720211) ও একটি ইমেইল এড্রেস (rabhq.invest@gmail.com) মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানো হয়। যা আরও সময় ধরে চালু থাকবে বলে জানিয়েছে র‌্যাব সদর দপ্তর।

 ডিএন/সিএন/জেএএ/১০:৪৮পিএম/১৮৭২০২০২৪

Print Friendly, PDF & Email