করোনায় বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে মাত্র ২ শতাংশ: বিশ্ব ব্যাংক

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মারাত্মক হারে কমে যেতে পারে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি গত বছরের ৮.১৫ শতাংশ থেকে সামনের জুন নাগাদ ২ শতাংশে নেমে যেতে পারে। পরিস্থিতির উন্নতি না হলে এই সময়ে সর্বোচ্চ ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

দক্ষিণ এশিয়ার অর্থনীতি বিষয়ক আঞ্চলিক বার্ষিক প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানিয়েছে বিশ্ব ব্যাংক।

প্রতি বছর দুই বার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। চলতি ২০১৯-২০ অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ছিল বাংলাদেশ সরকারের। সেক্ষেত্রে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২-৩ শতাংশ প্রবৃদ্ধি হলে চিন্তা বাড়বে বাংলাদেশের।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এই মহামারীর কারণে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে। বিশেষ করে পোশাক খাতে তৈরি পণ্যের জন্য জাতীয় ও বিশ্বব্যাপী চাহিদা হ্রাস, বেকারত্ব সৃষ্টি ও দারিদ্র্যকে আরও গভীর করে তুলবে।

বিশ্বব্যাংক বলেছে, করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় এবং আর্থিক ও ব্যাংকিং খাতের ওপর ব্যাপক চাপের কারণে দক্ষিণ এশিয়ার আটটি দেশের সবগুলোতেই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী হবে।

Print Friendly, PDF & Email