ট্রাম্পের ‘গেম চেঞ্জার’ ওষুধ ব্যবহারের অনুমতি প্রত্যাহার

দেশনিউজ ডেস্ক।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের জরুরি চিকিৎসার জন্য দেশটিতে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে আসছিলেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বলছে, সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনের ব্যবহার যে খুব একটা কার্যকর, সেটা বিশ্বাস করার মতো কোনো কারণ পাওয়া যায়নি।

ম্যালেরিয়ার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন ওষুধ দীর্ঘকাল ধরে ব্যবহার করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে হাইড্রোক্সিক্লোরোকুইনের পক্ষে প্রচারণা চালিয়ে বলেছেন তিনি নিজেও এ ওষুধ গ্রহণ করেছেন। করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনকে  ‌‘গেম চেঞ্জার’ বলে দাবি করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু চিকিৎসকরা বলেছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক গবেষণায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন ব্যবহারে কোভিড-১৯ রোগীদের মৃত্যুঝুঁকি বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর গত ২৫ মে এর ব্যবহার স্থগিত করেছিল। পরে সংস্থাটি গত ৩ জুন ওই সিদ্ধান্ত থেকে সরে এসে ক্লিনিক্যাল পরীক্ষায় ওষুধ দুটি ব্যবহারের অনুমোদন দেয়।

দেশনিউজ/জেএএ

Print Friendly, PDF & Email