করোনায় অধ্যাপক ডা. নুরুল আনওয়ারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফার্মাকোলজির অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. একেএম নুরুল আনোয়ার ফার্মাকোলজির কিংবদন্তি অধ্যাপক ছিলেন। ইব্রাহিম মেডিকেল কলেজকে বর্তমান অবস্থানে আনার পেছনে তার অক্লান্ত পরিশ্রম ছিল। তার প্রয়াণে আমরা এক অভিভাবককে হারালাম।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।

ডিএন/সিএন/বিএইচ/০২ঃ৫৫পিএম/০৫০৭২০২০-৭

Print Friendly, PDF & Email