• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মার্কিন জোটের ফ্রেন্ডলি ফায়ারে ২০ ইরাকি সেনা নিহত

0


আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন জোটের বিমান হামলা চলাকালে ফ্রেন্ডলি ফায়ারে ২০ ইরাকি সেনা সদস্য নিহত হয়েছে। এঘটনায় অন্তত আরো ৩০ সেনা সদস্য আহত হয়েছে।

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের ফালুজা শহরের দক্ষিণে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে জানান ইরাকের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান হাকিম আল-জামিলি।

এ হামলার বিষয়ে দ্রুত তদন্ত চালানোর জন্য তিনি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির প্রতি আহ্বান জানিয়েছেন।
মার্কিন জোটের পক্ষ থেকে হামলার কথা স্বীকার করা হয়েছে এবং ‘দুর্ভাগ্যজনক প্রাণহানিতে’ শোক প্রকাশ করেছে।

আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান চলায় আনবার প্রদেশে ইরাকি সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ইতোমধ্যে ইরাকের সেনা ও স্বেচ্ছাসেবীরা আনবার প্রদেশের বিশাল এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

তবে এঘটনার আগেও ইরাকের সেনাবাহিনীর ওপর মার্কিন বিমান থেকে কয়েকবার হামলা করা হয়েছে। সবসময় এসব হামলাকে নিতান্তই ভুল বলে চালিয়ে দিয়েছে আমেরিকা।

অন্যদিকে, ইরাকও সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও দৃশ্যত মার্কিন হামলার কোনো ফলাফল পরিলক্ষিত হচ্ছে না।
সূত্র: রাশিয়া টুডে, বিবিসি, সিএনএন

Print Friendly, PDF & Email