• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নেপালে ৩ বিস্ফোরণে নিহত ৪

নিউজ ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমাণ্ডু ও এর পার্শ্ববর্তী এলাকায় পরপর ৩টি বোমাা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কমপক্ষে ৭ জন।রবিবার স্থানীয় বিকালে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির।

এদিকে, পুলিশের বরাত দিয়ে দ্য হিমালয় টাইমস জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি হয় লোকমানজী কার্কি এলাকার একটি বাড়িতে। সেখানে ঘটনাস্থলে প্রজাজওয়াল শাহী নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

এসপি অশোক সিং জানিয়েছেন, বিস্ফোরণ এলাকা থেকে নেত্র বিক্রম চাঁদের নেতৃত্বাধীন নেপালের কমিউনিস্ট পার্টির প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরণের পর শহরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সেনাবাহিনীসহ পুলিশের বিভিন্ন বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে।

বিবিসি জানিয়েছে, বিকেলের পর সুখধারা এলাকায় আরেকটি বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আরেকজন মারা যান হাসপাতালে।

হামলার জন্য মাওবাদীদের সন্দেহ করা হলেও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

ডিএন/বিএন

Print Friendly, PDF & Email