কানাডা ভার্সিটিতে বিচ্ছিরি কান্ড!

নিউজ ডেস্ক | কানাডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানুষের মলমূত্র ঢেলে দেয়ার মত অবিশ্বাস্য কান্ড ঘটেছে। তাও একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, পর পর তিনটি এধরণের বিচ্ছিরি ঘটনায় সবাই তাজ্জব বনে গেছেন। কানাডার টরেন্টো প্রবাসী বাংলাদেশী সিনিয়র সাংবাদিক শওগত আলী সাগরের ফেসবুক স্ট্যাটাস থেকে উন্নত ও সভ্য দেশের তালিকায় শীর্ষ পর্যায়ে থাকা কানাডায় এমন অসভ্য কান্ডের কথা জানা গেছে। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

“এসব কি হচ্ছে এই শহরে? চার দিনের ব্যবধানে পর পর তিনটি ঘটনা। তাও আবার বিশ্ববিদ্যালয় এলাকায়, এমন কি লাইব্রেরীর ভেতরে! বালতিতে ভরে ’হাগু মুতো’ এনে মানুষের গায়ে ঢেলে দেয়ার মতো বিশ্রী ঘটনা মানুষ করে কিভাবে?
শেষ ঘটনাটা ঘটেছে কাল (সোমবার ) রাতে ইউনিভার্সিটি অব টরন্টো এলাকায়। ইউনিভার্সিটি বিল্ডিং সংলগ্ন সাইড ওয়াক দিয়ে হেটে যাওয়া এক মহিলার গায়ে ‘হাগু মুতো’ ঢেলে দিয়ে চম্পট দিয়েছে এক ব্যক্তি।
গত চারদিনে একই ধরনের আরো দুটি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর, ইউনিভার্সিটি অব টরন্টোর রবার্টস লাইব্রেরীতে। লাইব্রেরীতে অধ্যায়নরত একজনের গায়ে ‘হাগু মুতো’ ঢেলে দিয়েছে এক ব্যক্তি। দ্বিতীয় ঘটনাটা ঘটেছে ইয়র্ক ইউনিভার্সিটির স্কট লাইব্রেরীতে।
টরন্টো পুলিশ অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ইমেজ সরবরাহ করেছে পুলিশের কাছে। পুলিশ আশা করছে দ্রুতই সন্দেহভাজনদের আইনের আ্ওতায় আনতে পারবে।”

Print Friendly, PDF & Email