৬ শতাধিক মার্কিন সেনা হত্যার অভিযোগ

লাদেন ও বাগদাদীর চেয়েও সোলাইমানিকে হত্যা গুরুত্বপূর্ণ : মার্কিন জেনারেল

নিউজ ডেস্ক |

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)- এর সাবেক পরিচালক ও সাবেক মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন ও আইএসআই নেতা আবু বাকার বাগদাদীকে হত্যার চেয়েও ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা অধিক গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যা করা যে কতটা গুরুত্বপূর্ণ তা মুখে বলা অসম্ভব।

পেট্রাউস বলেন, সোলাইমানি ছিলেন ওই অঞ্চলে ইরানি আধিপত্য প্রতিষ্ঠার স্থপতি ও অপারেশনাল কমান্ডার। সোলাইমানির কুদস ব্রিগেডের সরবরাহ করা অস্ত্রে সিরিয়া, ইরাকসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশে ৬ শতাধিক মার্কিন সেনা ও আরও অনেক মিত্র সেনা নিহত হয়েছে।

Print Friendly, PDF & Email