করোনা কবে শেষ হবে ঈশ্বরই ভাল জানেন:তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

দেশনিউজ ডেস্ক।

রাজ্যে কখন করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধ হবে, তা একমাত্র ঈশ্বরই ভাল জানেন। এমন মন্তব্য করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইদাপাদি কে পালানিস্বামী। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

শনিবার সাংবাদিকরা তার কাছে জানতে চান, কবে নাগাদ এই সংক্রমণের শেষ হবে। জবাবে তিনি বলেন, এই ভাইরাসের বিস্তার রোধে এবং জনগণকে সুরক্ষা দিতে আমরা কাজ করে যাচ্ছি। এই ভাইরাস কোথা থেকে এলো এবং কিভাবে এর বিস্তার হলো এর কিছুই আমরা জানি না। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা যা বলেন, আমরা তা অনুসরণ করবো। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কোনো ওষুধ নেই।

এ অবস্থায় ঈশ্বরই ভাল জানেন, এই সংক্রমণ কবে শেষ হবে। ভেলাচেরিতে অবস্থিত গুরু নানক কলেজ সফরে গিয়েছিলেন তিনি। ওই প্রতিষ্ঠানকে বানানো হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। এ সময় তিনি করোনা ভাইরাসের বিস্তার রোধে জনগণ ও বিরোধী দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা চান। তিনি বলেছেন, এ সময়ে চেন্নাই থেকে বাইরে যাওয়া উচিত হবে না লোকজনের। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল লকডাউনের মেয়াদ আরো বাড়বে কিনা। জবাবে তিনি বলেছেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয় নি।

ডিএন/জেএএ

Print Friendly, PDF & Email