প্রায় ২০ শতাংশ করোনা আক্রান্তের উপসর্গ থাকে না: চীনা গবেষণা

নিউজ ডেস্ক |

চীনা বিজ্ঞানীদের এক গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাস সম্ভবত ত্রুটিযুক্ত ‘ডামি’ কণা তৈরি করতে সক্ষম, যার কারণে উপসর্গ না থাকা সত্ত্বেও পরীক্ষায় কিছু মানুষের পজিটিভ ফল আসতে পারে।

তারা আরও বলছে, প্রায় ২০ শতাংশ করোনা আক্রান্তের ঘটনা উপসর্গহীন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, এ কারণে কয়েকজন গবেষক উদ্বেগ জানিয়ে বলেছেন, এই উপসর্গহীন ‘নীরব বিস্তারকারীরা’ বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য বীজ বপন করেছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর চংকিংয়ে কোনো উপসর্গ ছাড়াই ৪৫ দিন হাসপাতালে কাটানোর পরও করোনা পজিটিভ হয়েছেন এক রোগী।

আক্রান্ত কিছু লোকের কেন উপসর্গ দেখা দেয় না, তা এখনো জানা যায়নি। তবে গবেষকরা বলেছেন, এ নিয়ে গভীর উদ্বেগের কারণ নেই।

গত বৃহস্পতিবার প্রিপ্রিন্ট প্ল্যাটফর্ম বায়োআরএক্সআইভিডটওআরজি’তে নন-পিয়ার রিভিউড এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি লানজুয়ানের নেতৃত্বে গবেষকরা দেখেছেন যে, করোনাভাইরাস দ্বারা আক্রান্ত একটি কোষ প্রচুর অজানা কণার জন্ম এবং সেগুলো ছড়িয়ে দিতে পারে।

তারা জানান, কণাগুলোতে করোনাভাইরাসের জিন ছিল অপরিপক্ব এবং প্রতিরক্ষা ঝিল্লি দ্বারা আবদ্ধ ছিল না। অনেকগুলো আবার সাধারণ করোনাভাইরাসের চেয়ে ছোট এবং অসম আকৃতির ছিল।

ডিএন/সিএন/বিএইচ/০৩ঃ২০পিএম/১৩০৭২০২০-৪

Print Friendly, PDF & Email