সীমান্তে উত্তেজনা, ভারতের বিমানবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

দেশনিউজ ডেস্ক।

ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। তারই জের ধরে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বিমানবাহিনীকে সতর্কবার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বল্প ও দীর্ঘমেয়াদি যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতেও বলেন তিনি।

বুধবার তিন দিনের কমান্ডার কনফারেন্সে দেয়া বক্তৃতায় রাজনাথ এসব কথা বলেন। ভারতীয় এয়ারফোর্স লাদাখের ফরওয়ার্ড বেসে যেভাবে দ্রুত গিয়েছিল, তাতে প্রতিপক্ষের কাছে কড়া বার্তা গেছে বলে মন্তব্য করেন তিনি।

রাজনাথ বলেন, যেভাবে পেশাদারিত্বের সঙ্গে ভারতীয় বিমানবাহিনী বালাকোটে হানা দিয়েছিল, এবার লাদাখে দ্রুত তারা সংঘর্ষের স্থলে উড়ে গেছে; তাতে ভারতের শত্রুদের কাছে কড়া বার্তা গেছে।

বৈঠকে এয়ার মার্শাল চিফ ভাদুরিয়া জানান, স্বল্প ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তার বাহিনী। অল্প সময়ের নোটিশে পরিস্থিতি সামাল দেয়ার ওপরও বিশেষ জোর দেন তিনি।

ডিএন/আইএন/জেএএ/৯:৩৫এএম/২৪৭২০২০২

Print Friendly, PDF & Email