ট্রাম্প-কমলা বাকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক।

প্রথম সভাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের ‘রানিং মেট’ কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ট্রম্পকে ‘অযোগ্য’ মন্তব্য করে তুলোধুনা করলেন তিনি।

গত বুধবার ডেলাওয়্যারের উইলমিংটন শহরে নির্বাচনপূর্ব প্রথম প্রচারসভা করেন জো-কমলা জুটি। সেখানে ট্রাম্পের দিকে ইঙ্গিত দিয়ে কমলা বলেন, ‘অযোগ্য কাউকে নির্বাচিত করলে, তার ফল এই রকমই হবে। আজ বিশ্বের দরবারে আমাদের দেশ ও দেশের সম্মান ভূলুন্ঠিত।’

ট্রাম্প প্রশাসনের প্রতি ইঙ্গিত দিয়ে কমলা আরও বলেন, ‘ওরা আমাদের কী দিয়েছে? দেশে দেড় কোটির বেশি মানুষের কাজ নেই। লক্ষ লক্ষ শিশু স্কুলে যেতে পারছে না। দারিদ্র মাথাচাড়া দিচ্ছে। কৃষ্ণাঙ্গ, অ-শ্বেতাঙ্গ এবং দেশের আদি বাসিন্দারা আজ ঘরহারা, নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতি পাঁচ জন শিশুর মধ্যে একজন আজ খাদ্য সঙ্কটে ভুগছে।’

আমেরিকায় বর্তমান করোনাভাইরাস সঙ্কটের জন্যে ট্রাম্পকেই দায়ি করেছেন কমলা। করোনায় এখনও পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষ। ছয় বছর আগে নিজের দেশে ইবোলা-হানার কথা মনে করিয়ে দিয়ে কমলা বলেন, ‘তখনও অতি মহামারির রূপ ধরেছিল ইবোলা। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি সামাল দিয়েছিলেন। আমেরিকায় সেই মহামারিতে মাত্র দুজনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজকের কথাটা ভাবুন। অন্য দেশগুলি যখন করোনা সংক্রমণের হার কমাতে বিজ্ঞান মেনে চলছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের ভরসা কোনো মির‌্যাকল-এ! এ বিষয়ে বিশেষজ্ঞদের পরিবর্তে নিজের মতামতকেই বেশি গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট। যার ফল আজ ভুগছে আমেরিকা। সেখানে প্রতি ৮০ সেকেন্ডে ১ জন করে মারা যাচ্ছেন।’

অবশ্য কমলা হ্যারিসের মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি ট্রাম্পও। গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে কমলাকে ‘উন্মাদ মহিলা’ বলেছেন তিনি। দেশের অর্থনীতির দুর্দিন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘করোনা পরিস্থিতির আগে আমেরিকার অর্থনীতি এতটাই তুঙ্গে ছিল যে স্বয়ং জর্জ ওয়াশিংটন এলেও আমাকে হারাতে পারতেন না।’

ডিএন/সিএন/জেএএ/১০:১০এএম/১৪৮২০২০২

Print Friendly, PDF & Email