ইরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক |

ইরানের ওপরে আবারও নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। স্থানীয় শনিবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দেন।

পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র চায় জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রই তাদের এ সিদ্ধান্ত কার্যকর করতে সাহায্য করবে। খবর বিবিসির।

নিষেধাজ্ঞার প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানকে অস্ত্র সরবরাহ কিংবা তৈরিতে সাহায্যের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা, পরমাণু ও ক্ষেপণাস্ত্রসংক্রান্ত প্রযুক্তি সরবরাহের ওপরেও নিষেধাজ্ঞা বলবৎ হবে।

জাতিসংঘের কোনো সদস্য দেশ যদি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইরানকে সাহায্য করে, সেই ক্ষেত্রে আমেরিকাও পাল্টা পদক্ষেপ নেবে বলে হুশিয়ারি দিয়েছেন পম্পেও।

ইতিমধ্যে ইরানের ওপরে আমেরিকার ফের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ভিন্নমত জানিয়েছে বেশ কয়েকটি দেশ।

পম্পেও জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকরের জন্য আগামীতে আমেরিকা আরও কিছু পদক্ষেপ নেবে।

ইতিমধ্যে ইরানের পক্ষ থেকেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে, নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞা যেন কার্যকর করা না হয়।

জাতিসংঘে ইরানের প্রতিনিধি মাজিদ তখত রাভাঞ্চি চিঠিতে জানিয়েছেন, আমেরিকার উদ্দেশ্য জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যকার ঐক্য নষ্ট করা।

তেহরানের বিশ্বাস, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো আমেরিকার এই কৌশল ফের ভেস্তে দেবে। বজায় থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গ্রহণযোগ্যতা।

Print Friendly, PDF & Email