সাহেদ কখনো মেজর, কখনো কর্নেল পরিচয় দিতেন: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক।

অনিয়ম-প্রতারণার দায়ে সদ্য বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ প্রতারণা করতে গিয়ে নিজেকে কখনো মেজর আবার কখনো কর্নেল পরিচয় দিয়েছে। বিভিন্ন নাম দিয়ে আইডি কার্ড করেছে। এমনকি প্রধানমন্ত্রীর অফিসের নাম দিয়েও করেছে প্রতারণা।

বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম।

র‌্যাব জানায়, রিজেন্ট হাসপাতালে অভিযান চালাতে গিয়ে তারা কেঁচো খুঁড়তে গিয়ে অ্যানাকোন্ডা পেয়েছেন। পলাতক শাহেদসহ বাকি নয় আসামিকে খুঁজতে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

সারওয়ার বিন কাশেম বলেন, রিজেন্ট হাসপাতালে অভিযান চালাতে গিয়ে আমরা কেঁচো খুঁড়তে গিয়ে অ্যানাকোন্ডা পাই। এবং অক্সিজেন সিলিন্ডার বাবদ তারা বিপুল অঙ্কের বিল করেছে। তা গ্রাহকদের দিতে বাধ্য করেছে। এখানে ১৭ জনকে আসামি করেছে, তারা কেউই ধরা ছোঁয়ার বাইরে থাকবে না। এছাড়া যারাই আইনের ঊর্ধ্বে যেতে চাইবে, তাদেরকে আইন আওতায় আনতে আমরা সক্ষম।

এদিকে রিজেন্ট হাসপাতালের তদন্ত করতে গিয়ে অনেক তথ্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

র‌্যাব জানায়, সে যখনই যার সঙ্গে পরিচয় হয়েছে, তাকে কখনো আর্মির মেজর, কখনো কর্নেল পরিচয় দিয়েছে। এবং তার বিভিন্ন আইডি কার্ড, বিভিন্ন নামে আমরা পেয়েছি। সেই আইডি কার্ডেও তিনি প্রতারণা করেছেন, সেখানে লিখেছেন ভিন্ন ভিন্ন নাম। এছাড়া প্রধানমন্ত্রীর অফিসের নাম করেও প্রতারণা করেছেন।

এ ঘটনায় সন্দেহভাজন ৯ জনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএন/আরএন/জেএএ/৪:৩২পিএম/০৮০৭২০২০১৮

Print Friendly, PDF & Email