‘জয়যাত্রা টিভি’ সংক্রান্ত মামলায় হেলেনার জামিন

হেলেনা জাহাঙ্গীর

আদালত প্রতিবেদক ।

পল্লবী থানার ‘জয়যাত্রা’ নামে অবৈধ আইপিটিভি পরিচালনা সংক্রান্ত একটি মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। তবে আরও কয়েকটি মামলা থাকায় এখনই মুক্ত হচ্ছেন না তিনি।

গত কয়েক বছর ধরে আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। গত মাসে ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কিত হন। আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ বাতিল করা হয় তার।

সবশেষ গত ২৯ জুলাই রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে।

ডিএন/আইএইচ

Print Friendly, PDF & Email