সিনিয়র সাংবাদিক ফারুক কাজী আর নেই

নিজস্ব প্রতিবেদক |

সিনিয়র সাংবাদিক, প্রধানমন্ত্রীর সবেক ডেপুটি প্রেস সেক্রেটারী ও ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক সভাপতি ফারক কাজী আর নেই। তিনি আজ শুক্রবার (৩ জুলাই) সকালে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সকালে ঘুমের মধ্যেই তিনি ইন্তেকাল করেন বলে ফারুক কাজীর একমাত্র কন্যা আরশি কাজীর বরাতে জানিয়েছেন এলআরএফ এর সাবেক সভাপতি বদিউজ্জামান।

ফরুক কাজী ১৯৭২ সালে দৈনিক বাংলার বাণী থেকে সাংবাদিকতা শুরু করেন। ইউএনবিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা ছাড়াও তিনি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। তাঁর বয়স হয়ছিল ৭১ বছর। ১৯৪৯ সলের ১৯ নভেম্বর তিনি কুষ্টিয়ার থানাপাড়ায় জন্মগ্রহণ করেন।

ফারুক কাজী জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের সিনিয়র সদস্য ছিলেন।

ডিএন/জেএন/বিএইচ/১০ঃ১৫এএম/০৩০৭২০২০

Print Friendly, PDF & Email