করোনায় আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ৭৫০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক।

করোনা ভাইরাসে আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা সাড়ে সাতশ’ ছাড়িয়েছে। একই সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে ৫২৫ জন সুস্থ হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সাড়ে চার মাসে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১৭৫টি প্রতিষ্ঠানের ৭৭৮ জন গণমাধ্যমকর্মী। এর মধ্যে ১০৭টি সংবাদপত্র, ৩১টি টেলিভিশন চ্যানেল, ৩০টি অনলাইন নিউজ পোর্টাল, ৫টি রেডিও এবং ২টি বার্তা সংস্থার সংবাদকর্মী রয়েছেন।

গত ৩ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সংবাদকর্মী প্রথম করোনায় শনাক্ত হলেও সাড়ে চার মাসে এ সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮। এ পর্যন্ত ৫২৫ জন সুস্থ হয়ে ফিরলেও ১৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তাছাড়া, উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গণমাধ্যমে আতংক বিরাজ করছে।

এদিকে, ৭৭৮ জন সংবাদকর্মী আক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আরও প্রায় তিন শতাধিক সাংবাদিক-কর্মচারীকে সেলফ আইসোলেশনে পাঠায়।

অন্যদিকে, সংবাদকর্মীদের শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, এ মুহূর্তে চিকিৎসক, পুলিশ, সাংবাদিক এবং জরুরি প্রয়োজনে কর্মরত সবাইকে শারীরিক দূরত্ব নিশ্চিত করে দায়িত্ব পালন করতে হবে।

ডিএন/জেএন/জেএএ/৬:১৬পিএম/২২৮২০২০২৭

Print Friendly, PDF & Email