• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিএফইউজের নির্বাহী কমিটির সভা : নির্যাতিত সাংবাদিকদের নিয়ে ঢাকায় জাতীয় কনভেনশন হবে

সাংবাদিকদের জাতীয় শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের নির্বাহী পরিষদের সভা গতকাল জাতীয় প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মহাসচিব নুরুল আমিন রোকন।

সভায় বক্তারা সাংবাদিক নিপীড়নের হাতিয়ার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, ভিন্ন মতের সাংবাদিকদের হামলা-মামলা হয়রানি বন্ধ করা না হলে সারা দেশের নির্যাতিত ও নিপীড়িত পেশাজীবী সাংবাদিকদের নিয়ে ঢাকায় গনমাধ্যম নিপীড়ন বিরোধী জাতীয় কনভেনশন করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কোন বিকল্প নেই বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।সভায় গৃহীত এক প্রস্তাবে গুমের শিকার নাগরিকদের সহানুভূতি জানাতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা নাজেহাল হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিশিষ্ট নাগরিকদের নামে কতিপয় দলকানা ব্যক্তি কর্তৃক গণমাধ্যমে বিবৃতি দিয়ে রাষ্ট্রদূতের সমালোচনা করাকে মানবতাবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিকইউনিয়ন-বিএফইউজে’র সহ সভাপতি মোদাব্বের হোসেন, রাশিদুল ইসলাম, ওবায়দুর রহমান শাহীন, সহকারী মহাসচিব নাসির আল-মামুন ও শফিউল আলম দোলন, কোষাধ্যক্ষ মুহাম্মদ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, দপ্তর সম্পাদক তোফায়েল হোসেন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, জিয়াউর রহমান মধু, আবদুস সেলিম, শামসুদ্দিন হারুন, এ কে এম মহসীন, মোঃ আবু বকর মিয়া, মোঃ জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মাহবুবুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারন সম্পাদক আকরামুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গনেশ দাস, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জি এ এম আশেকউল্লাহ, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রমিজ খান, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সাধারন সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এম এ কাদের তফাদার ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ ।এছাড়া নির্বাহী পরিষদের সভায় বিএফইউজে সুবর্ণজয়ন্তী উদযাপন সফল করা, অংঙ্গ ইউনিয়ন গুলোকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email