শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

হাঙরের পিঠে চড়ে সমুদ্র ভ্রমন!

দেশনিউজ ডেস্ক।

বিশালাকায় এক হাঙর, যাকে অনেকেই সমুদ্র দানব বলেন, তার পিঠে চড়ে বসেছেন এক ব্যক্তি। তারপর পুরো সমুদ্র ঘুরে বেড়িয়েছেন।  সম্প্রতি এই লোমহর্ষক ঘটনা ঘটেছে সৌদি আরবের  বন্দর শহর ইয়ানবুর কাছে এক সমুদ্রে। পরে সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

ফুটেজে প্রথমে দেখা গেছে যে, জাকি আল-সাবাহ নামের ওই ব্যক্তিটি একটি নৌকোয় বসে হোয়েল সার্কগুলোকে সমুদ্রে সাঁতার কাটতে দেখেন। তার কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি নৌকা থেকে হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন। ঘটনায় রীতিমতো চমকেও যায় বিরাট হাঙরটি। আর ওই ব্যক্তিকে দেখা যায় বিরাট প্রাণীটির ডানা জাপটে ধরে সাগরে ভেসে বেড়াতে।

আল-সাবাহর এক বন্ধুকে এক ভিডিওতে চিৎকার করতে শোনা যায় যে, সাবধান, এটা কিন্তু তোমাকে খেয়ে নিতে পারে, কিন্তু তাতে মোটেও দমে যাননি তিনি। বরং দ্বিগুণ উৎসাহের সঙ্গে হাঙরটির পিঠের সঙ্গে লেপটে থাকেন। দুঃসাহসিক ওই সফরের ভিডিওটি আপলোড করা হয় টুইটারে।

ভিডিওটি টুইটারে ১৪ হাজার বার দেখা হয়েছে। কেউ কেউ ওই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন আবার কেউ এমন দুঃসাহসিক কাজ করার জন্য তার সমালোচনা করেছেন।

সূত্র: এনডিটিভি

ডিএন/ওএন/জেএএ/১১:১৮এএম/২২৮২০২০১১