আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
বেফাক পেলো নতুন সভাপতি ও মহাসচিব
নিজস্ব প্রতিবেদকঃ বেফাকের আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। এরপর তাঁর প্রস্তাবে সিনিয়র সহ-সভাপতি নির্বাচন করা হয় আল্লামা নূর হোসাইন কাসেমীকে।
এরপর বেফাকের বর্তমান সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুল কুদ্দুস পদত্যাগপত্র জমা দেন। তারপর ব্যালটবাক্সের মাধ্যমে আমেলা সদস্যগণ বেফাকের মহাসচিব নির্বাচন করেন মাওলানা মাহফুজুল হককে।
ব্যালটবাক্স নির্বাচনে ‘নির্বাচন কমিশনার’ ছিলেন তিনজন। তারা হলেন, বেফাকের সহ-সভাপতি ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বেফাকের সহ-সভাপতি ও হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনা এর মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও বেফাকের আরেকজন সহ-সভাপতি, রাজধানীর ঢালকানগর মাদরাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।
এর আগে আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে আজকের আমেলা বৈঠক শুরু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাক অফিসের পাশে ‘শাহজালাল কনভেনশন সেন্টারে’ এ আমেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রথম ধাপের সভাপতিত্ব করেছেন আল্লামা আব্দুল কুদ্দস। জানা যায়, বৈঠকের শুরতেই বেফাকের সাবেক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আল্লামা মাহমুদুল হাসান সভাপতি নির্বাচিত হওয়ার পর সমাপনী পর্বে সভাপতিত্ব করেছেন তিনি।
।