সহিংসতা-জালিয়াতির নির্বাচনে বিপুল জয়ের পথে আ’লীগ

00001নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অনিয়ম আর সহিংসতার মধ্যে দেশে প্রথমবারের মত দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর ফলাফল আসতে শুরু করেছে। দেশে মোট ২৩৪টির মধ্যে ৩৮টি পৌরসভার বেসরকারি ফল এখন পর্যন্ত পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ ১২৬, বিএনপি ১১, জামায়াতে ইসলামী ১ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন যার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করতে শুরু করেছেন।
অনিয়ম আর সহিংসতার মধ্যে দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর ফলাফল আসতে শুরু করেছে।
মোট ২৩৪টির মধ্যে ১০৩টি পৌরসভার বেসরকারি ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ ৯৬, বিএনপি ৬, জামায়াতে ইসলামী ১ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া বিনা ভোটে আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাতজন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের বিজয়ীরা:
আশরাফুল ইসলাম (বিদ্রোহী, মেহেরপুর, গাংনী), এজিএম বাদশা (বিদ্রোহী, ধুনট, বগুড়া), মোজাফফর হোসেন বাবলু মিয়া (বোয়ালমারী, ফরিদপুর), হাসিনা গাজী (তারাব, নরসিংদী), সুভাস চন্দ্র (বানারীপাড়া, বরিশাল), আলমগীর হোসেন (রানীশৈংকল, ঠাকুরগাঁও), সনাৎ কুমার বিশ্বাস (চালনা, খুলনা), রায়হান উদ্দিন মিয়া (নগরকান্দার, ফরিদপুর), জাফরউল্লাহ টিটু (সন্দ্বীপ, চট্টগ্রাম), এনামুল হক (মিরপুর, কুষ্টিয়া), শামসুজ্জামান (কুমারখালী, কুষ্টিয়া), বিপুল হাওলাদার (কলাপাড়া, পটুয়াখালী), আব্দুল বারেক (কুয়াকাটা, বরগুনা), আব্দুল কাদের মির্জা (বশুরহাট, নোয়াখালী), আব্দুল্লাহ আল মামুন (সুন্দরগঞ্জ, গাইবান্ধা), বদিউল আলম (সীতাকুণ্ড, চট্টগ্রাম), আব্দুল কায়ের (রামগঞ্জ, লক্ষ্মীপুর), ধীরেন্দ্র লাল সাহা (মাধরপুর, হবিগঞ্জ), আবু হানিফ (শফিপুর, টাঙ্গাইল), শাহাদাত হোসেন (মির্জাপুর, টাঙ্গাইল), দেওয়ান সেকার (সদর, নওগাঁ), গোলাম মাহফুজ (আক্কেলপুর, জয়পুরহাট), কামরুজ্জামান (বাঘারপাড়া, যশোর), গিয়াস উদ্দিন (মিরসরাই, চট্টগ্রাম), আওলাদ খান (শিবচর, মাদারীপুর), হায়দার আলী (নাড়িয়া, শরীয়তপুর), মতিয়ার রহমান (দর্শনা, চুয়াডাঙ্গা), রেজাউল করিম (নজিরপুর, নওগাঁ), হালিমুল আলম (কালাই, জয়পুরহাট), সেলিম জাহাঙ্গীর (পাইকগাছা, খুলনা), ওমর ফারুক (দাগনভূঞা, ফেনী), শামসুল হক (মাটিরাঙা, খাগড়াছড়ি), জান্নাতুল ফেরদৌস (সিংগাইর, নাটোর), আলী আকবর (কালিহাতী, টাঙ্গাইল), দেবাশীষ পাতিল (রাউজান, চট্টগ্রাম), মিজানুর রহমান মিজান (চৌদ্দগ্রাম, কুমিল্লা), আনিসুর রহমান, (শিবপুর, গাজীপুর), সুরুজ ব্যাপারী (জাজিরা, শরীয়তপুর), সুভাষ চন্দ্র শীল (কোটালীপাড়া, গোপালগঞ্জ), উত্তম কুমার সাহা (বদরগঞ্জ, রংপুর), মো. নিজাম উদ্দিন ওলিউল্লাহ (কানাইঘাট, সিলেট), ফজলুর রহমান (সদর, মৌলভীবাজার), অ্যাডভোকেট লতিফুর রহমান রতন (মোহনগঞ্জ, নেত্রকোনা), মওলানা মোহাম্মদ আব্দুস সালাম (দুর্গাপুর, নেত্রকোনা), জাকির হোসেন তালুকদার, (দৌলতখান, ভোলা), শফিক জাহেদী রবিন (মেলান্দহ, জামালপুর), তসলিম উদ্দিন চৌধুরী (নলছিটি, ঝালকাঠি), আবুল কালাম আজাদ (ঈশ্বরদী, পাবনা), হাজি নিজামউদ্দীন (কাজিপুর, সিরাজগঞ্জ),

বিএনপির বিজয়ীরা:
আখতারুল ইসলাম (কলারোয়া, সাতক্ষীরা), নজরুল ইসলাম (গোপালপুর, নাটোর),

জামায়াতে ইসলামী (স্বতন্ত্র)
মাওলানা মুহাম্মদ হানিফ (বীরগঞ্জ, দিনাজপুর),

জাতীয় পার্টির বিজয়ীরা:

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা:
রফিকুল আলম (সদর, খাগড়াছড়ি), গাজী কামরুল হুদা সেলিম (সদর, মানিকগঞ্জ), আব্দুল হান্নান তালুকদার (মদন, নারায়ণগঞ্জ)

এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট হয়। ভোটে চট্টগ্রামের সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে যুবদল নেতা নুরুল আমিন (৪০) নিহত হয়েছেন।

Print Friendly, PDF & Email