• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

টাইগারদের অন্যরকম ঈদ

স্পোর্টস ডেস্কঃ অন্যবার তারা ঈদ পালন করেন দেশে, প্রিয়জনদের সঙ্গে। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বকাপ খেলতে ক্রিকেটাররা ইংল্যান্ডে। দেশ থেকে অনেক দূরে ভিন্ন রকম ঈদ পালন করছেন মাশরাফি-সাকিবরা।

মধ্যপ্রাচ্যের মতো ইংল্যান্ডেও আজ পালিত হয়েছে ঈদুল ফিতর। বেলা ১২টায় সেন্ট্রাল লন্ডন মসজিদে ঈদের নামাজ পড়েছেন ক্রিকেটাররা। তবে কোন মসজিদে নামাজ পড়বেন, গাড়িতে ওঠার আগেও তা জানতেন না তারা। নিরাপত্তার স্বার্থেই তথ্যটা গোপন রেখেছিল আইসিসি। টিম বাসে নয়, ক্রিকেটাররা নামাজ পড়তে গেছেন তিনটা মাইক্রোবাসে।

পরে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘আমাদের পক্ষে টিম বাসে করে ঈদের নামাজ পড়তে যাওয়া সম্ভব ছিল না। নিরাপত্তার স্বার্থে আইসিসি অন্য ব্যবস্থা করেছিল আমাদের জন্য।’

বাংলাদেশের আগে ঈদ পালন করলেও দেশের মানুষকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অধিনায়ক মাশরাফি মুর্তজা, ‘দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের খেলাই তো ঈদ। এবারের ঈদ নিয়ে আমরা কেউ তেমন কিছু ভাবিনি। আমাদের ভাবনা শুধু বিশ্বকাপ নিয়ে।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির রহমানও, ‘ঈদ হলো আনন্দের দিন। পরিবার ছাড়া এর আগেও ঈদ কাটিয়েছি। তবে আমরা এখন ঈদ নিয়ে ভাবছি না। আমাদের ভাবনায় শুধু বিশ্বকাপ।’ আর সৌম্য বলেছেন, ‘সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করবো, তারপর অনুশীলনে ব্যস্ত হয়ে যাবো। এবার এটাই আমাদের ঈদ।’

ঈদের দিনেও অনুশীলনের কারণ, বুধবার ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটি দিবারাত্রির, তাই মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাডলাইটে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

Print Friendly, PDF & Email