কূটনিতিকদের সঙ্গে ফখরুলের নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি মিয়া সেপ্পো, মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল নৈশভোজে অংশ নিয়েছে। সোমবার রাতে তাদের এ সাক্ষাৎ হয়।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সোমবার দিবাগত রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ প্রতিনিধির সঙ্গে নৈশভোজে অংশ নেন। 

নৈশভোজের বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘এটা একটা সোশ্যাল গেদারিং, আমাদের রুটিন ওয়ার্কের অংশ ছিল। ‘ তিনি জানান নৈশভোজটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। তবে আলোচনার বিষয়ে জানান, তেমন কিছু না। ’

উল্লেখ্য, দেশের পরিস্থিতি ও খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে বিএনপি বিভিন্ন দেশের কূটনীতিকদের অবহিত করে আসছে।

Print Friendly, PDF & Email