ডা. জাফরুল্লাহর অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক।

গণস্বাস্থ্য কেন্দ্র্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। করোনা পরবর্তী সেকেন্ডারি নিউমোনিয়ায় ভুগছেন তিনি।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের বিবৃতিতে বলা হয়, সপ্তাহে তিনবার ডায়ালাইসিস –নির্ভর, বিকল কিডনি রোগী হিসেবে দীর্ঘ এক মাস রোগভোগের কারণে ওনার শরীর খুবই দুর্বল। স্বরযন্ত্রের প্রদাহের কারণে বর্তমানে কথা বলা নিষেধ।’ সোমবার বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীকে দেখে গেছেন।

বিবৃতিতে বলা হয়, ডা. আব্দুল্লাহ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক মাস ধরে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত।
বিবৃতিতে জানানো হয়, গণস্বাস্থ্য নগর হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য শিগগিরই ১৫ শয্যার একটি আইসিইউ চালু করবে।

ডিএন/পিএন/জেএএ

Print Friendly, PDF & Email