ঈদে সরকারি ছুটি বাড়ছে না, থাকতে হবে কর্মস্থলে

নিজস্ব প্রতিনিধি।

আগামী ঈদুল আজহায় নির্ধারিত তিনদিনের বাইরে সরকারি ছুটি বাড়ানো হচ্ছে না।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। এছাড়া ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে হবে বলেও জানান তিনি।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা হলে ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ছুটি থাকবে। তবে ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)।

 
ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর এই দুই ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।

ডিএন/ইএন/জেএএ/৩:১৬পিএম/১৩৭২০২০১৩

Print Friendly, PDF & Email