নির্বাচন কমিশন সরকারের কৃতদাসে পরিণত হয়েছেঃ সেলিমা রহমান

001বরিশাল অফিস : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেছেন, ‘ইলেকশন কমিশন সরকারের পদলেহন করছে। পরিণত হয়েছে সরকারের কৃতদাসে। প্রশাসন করছে পক্ষপাতিত্ব। দলীয় প্রতীকে নির্বাচন করে সরকার বেকায়দায় পড়েছে। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব বলে প্রচারে বাধা ও হামলা চালানো হচ্ছে।’
দলীয় কার্যালয়ে রবিবার বিকেল ৫টায় বিভাগীয় ইলেকশন মনিটরিং সেলের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যদি দুপুর ১২টা পর্যন্তও ভোট হয় তবুও বরিশাল বিভাগের ১৭টির মধ্যে ১২টিতে বিএনপি মনোনীত মেয়র জয়লাভ করবেন।’

বিভাগীয় ইলেকশন মনিটরিং সেলের আহবায়ক সেলিমা রহমান আরও বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি মেয়র পদে সবগুলোতেই আওয়ামী লীগ প্রার্থীদের দখলে নিয়ে কেবল কাউন্সিলরের বেলায় বিএনপির প্রার্থীকে ছাড় দেওয়া হবে। ৫ জানুয়ারির মতো অবৈধ নির্বাচনের পরিবর্তে সুষ্ঠু নির্বাচন হলে আর জনগণ ভোট দিতে পারলে আমাদের প্রার্থী বিজয়ী হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিভাগীয় ইলেকশন মনিটরিং সেলের উপদেষ্টা এ্যাডভোকেট জয়নুল আবেদিন, সদস্য সচিব মজিবর রহমান সরোয়ার, সদস্য এবায়দুল হক চাঁন, মেজবা উদ্দিন ফরহাদ প্রমুখ।

Print Friendly, PDF & Email