ফল প্রত্যাখ্যান নতুন কিছু নয়, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছেঃ হানিফ

hanif-2নিজস্ব প্রতিবেদক: পৌর নির্বাচনের ফল প্রত্যাখ্যান বিএনপির জন্য নতুন কিছু না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বৃহস্পতিবার ধানমন্ডিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

পৌরসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন করার পর এ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।

এতে হানিফ বলেন, ‘এবারই প্রথম না, অতীতের সব নির্বাচনে পরাজয়ের পর বিএনপি ফল প্রত্যাখ্যান করেছে। আসলে পৌর নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপির জ্বালাও-পোড়াও নেত্রী খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি নেত্রী পেট্রোল বোমা মেরে মানুষ খুন করেছেন। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ করেছেন। এজন্যই পৌর নির্বাচনে জনগণ খালেদা জিয়া ও তার দলকে প্রত্যাখ্যান করেছে।’

নির্বাচনে দু-একটি ছোটখাট বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে স্বীকার করে হানিফ বলেন, নির্বাচনী ইতিহাস ঘাঁটলে এর চেয়ে বেশি সহিংসতার খবর দেখা যায়। গতকাল (বুধবার) চট্টগ্রামের সাতকানিয়ায় একজন নিহত হয়েছেন। তিনি কিন্তু দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন। বিএনপি এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জড়িয়ে রঙ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গতকাল কী হয়েছে জনগণ তা দেখেছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল। তাদের দৃঢ় অবস্থানের কারণে আমাদের কিছু নেতাকর্মীও আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করেছে বিধায় তারা প্রশংসা পেতে পারে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কিছু কিছু জায়গায় আমাদের দলের প্রার্থীরা মাত্র ১৩-১৪ ভোটে হেরেছেন। ভোটে কারচুপি হলে আমাদের প্রার্থীরা এ অল্প ব্যবধানে হারতেন না, জিতে জেতেন। কিন্তু আওয়ামী লীগ জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। ফল যা হয়েছে, তা-ই মেনে নিয়েছে।’

তিনি মির্জা ফখরুলের সমালোচনা করে বলেন, ‘নির্বাচন নিয়ে তার (ফখরুল) কথা শুনে মনে হয়েছে, তিনি কি বাংলাদেশে বাস করেন, নাকি আসমান থেকে এসেছেন। ইতিহাস ঘাঁটলে এর চেয়ে বেশি সহিংসতাও দেখা যায়।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি প্রমুখ।

Print Friendly, PDF & Email